নীল শাড়ি পরে তখন মঞ্চে নাচছেন পার্বতী। নাচের মাঝেই মঞ্চে প্রথমে বসেন এবং তারপর শুয়ে পড়েন। দর্শক ভেবেছিলেন, নাচেরই অঙ্গভঙ্গি। এমন দৃশ্যর পর মঞ্চে প্রবেশ করেন শিব। ততক্ষণে সব শেষ। নাচের মাঝেই মারা গিয়েছেন পার্বতীরূপী ওই শিল্পী।
জানা গেছে, মৃতের নাম যোগেশ গুপ্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। জম্মুর বিষ্ণা এলাকায় গণেশ উৎসব চলছিল। সেখানেই পার্বতী সেজে নৃত্য পরিবেশন করছিলেন যোগেশ। তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চের উপর নাচছেন যোগেশ। তবে নাচের গতি কিছুটা ধীর। নাচের মাঝে প্রথমে তিনি বসে পড়েন। তবু থামেনি নাচ। বসেই নাচের ভঙ্গিতে হাত-পা নেড়ে চলেছিলেন যোগেশ। এরপর উপুড় হয়ে শুয়ে পড়েন। দর্শক ভেবেছিলেন, এটাও নাচেরই অঙ্গভঙ্গি। কিন্তু আর মাথা তোলেননি তিনি। শরীরে কোনও স্পন্দনও ধরা পড়েনি।
এরপরেই শিবরূপী অভিনেতা প্রবেশ করেন মঞ্চে। পার্বতীকে পরীক্ষা করেন। চিৎকার করে সাহায্য চান। ছুটে আসেন বাকি শিল্পীরা। দেখেন, যোগেশ অচেতন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শেষরক্ষা হয়নি।
গত কয়েক মাসে বেশ কয়েক বার অনুষ্ঠান মঞ্চে শিল্পীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। গত জুনে কলকাতায় অনুষ্ঠান করতে এসে নজরুল মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণকুমার কুন্নথ, যিনি বিখ্যাত কেকে নামে পরিচিত। প্রেক্ষাগৃহ থেকে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন গায়ক। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কেকে'র আগে ২৮ মে কেরলের আলাপুঝায় মঞ্চেই মৃত্যু হয়েছিল বিখ্যাত সঙ্গীতশিল্পী এডাভা বশিরের।
সূত্র: আনন্দবাজার