প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নাজিব রাজাকের স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৩:৫৩ | আপডেট: ২ years আগে
নাজিব রাজাকের স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বৃহস্পতিবার ঘুষ লেনদেনের মামলায় এ রায় দেন মালয়েশিয়ান হাইকোর্ট।

এদিন বিকালে এ রায় ঘোষণা করেন দেশটির হাইকোর্টের বিচারক জাইনি মাজলান।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন রোসমাহ মনসুর। তবে তিনি সেখানে চুপচাপ বসেছিলেন।

রায় ঘোষণার পর অশ্রুসিক্ত হয়ে রোসমাহ মনসুর বলেন, ‘কেউ আমাকে অর্থ নিতে দেখেনি, গুণতে দেখেনি। তবুও আমি এ মামলায় সাজাপ্রাপ্ত। যদি এটাই উপসংহার হয়, আমি এটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিচ্ছি।’

এর আগে গত ২৩ আগস্ট দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে ১২ বছর সাজা ভোগ করা শুরু করেছেন ৬৯ বছরের এ রাজনীতিক।

মালয়েশিয়ার সাবেক ফাস্ট লেডি রোসমাহ তার অসামান্য জীবনধারা এবং হার্মিস বার্কিন ব্যাগের প্রতি ঝোঁকের জন্য ব্যাপকভাবে নিন্দিত হয়েছিল। এছাড়াও সরকারি বিষয়ে তার প্রভাব নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন।