আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে নারীদের পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। তালেবানের এক কর্মকর্তা বলেছেন, পবিত্র রমজান মাসে সঙ্গীত সম্প্রচার করায় রেডিও স্টেশনটি বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাদাই বানোওয়ান- আফগানিস্তানের সরকারি ভাষা দারিতে যার অর্থ নারীদের কণ্ঠ- এটি দেশটিতে নারীদের পরিচালিত একমাত্র রেডিও স্টেশন। ১০ বছর আগে এর যাত্রা শুরু হয়। আটজন কর্মীর মধ্যে এর ছয়জনই নারী বলে জানিয়েছে আল জাজিরা।
বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়কের পরিচালক ময়েজুদ্দিন আহমাদি বলেন, রেডিও স্টেশনটি পবিত্র রমজানে গান ও সঙ্গীত সম্প্রচারের মাধ্যমে ইসলামী আমিরাতের আইন ও বিধান বেশ কয়েকবার লঙ্ঘন করেছে। এজন্য তা বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেছেন, যদি রেডিও স্টেশনটি ইসলামী আমিরাত আফগানিস্তানের নীতি গ্রহণ করে এবং এমন কর্মকাণ্ড ফের করবে না বলে নিশ্চয়তা দেয় তাহলে আমরা রেডিও স্টেশনটি আবার চালুর অনুমতি দেব।
তবে কোনো ধরনের নীতি লঙ্ঘন হয়নি বলে জানিয়েছে রেডিও স্টেশনের প্রধান নাজিয়া সরশ। তিনি একে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। নাজিয়া বলেছেন, তালেবান আমাদের বলেছে আমরা সঙ্গীত সম্প্রচার করেছি। কিন্তু আমরা কোনো ধরনের সঙ্গীত সম্প্রচার করিনি।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান সরকার। এরপর দেশটিতে বহু সাংবাদিক চাকরি হারায়। ইতোমধ্যে বহু সংবাদমাধ্যম বন্ধ হয়ে গেছে।
এ ছাড়া যেসব সাংবাদিক তালেবানের নীতি মেনে নিতে অগ্রাহ্য করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অনেককে নির্যাতন করা হয়েছে।