প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৬

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৩ ১০:১৭:০৫ | আপডেট: ১ year আগে
নিউজিল্যান্ডের হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৬
ছবি: এএফপি

নিউজিল্যান্ডে রাজধানী ওয়েলিংটনে একটি চারতলা হোস্টেলে আগুনের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ ১১ জন। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনসের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় চার তলা ভবন বিশিষ্ট লোফারস লজ হোটেল থেকে জরুরি পরিষেবাকে ডাকা হয়।

খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ভোর ৪টা নাগাদ ফায়ার সার্ভিসের ২০টি ট্রাক আগুন নেভাতে সক্ষম হয়। ৫২ জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয় ওই হোস্টেল থেকে। ক্ষতিগ্রস্ত ভবনটির ছাদ ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জারি করা হয়েছে সতর্কতা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, মৃতের সংখ্যা কমপক্ষে ছয়। তবে ওয়েলিংটনের মেয়র বলেছেন এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভবনের উপরের তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ৯২টি কক্ষের ওই ভবনের অন্যান্য তলাতেও।

দেশটির ফায়ার ও এমারজেন্সি ডিস্ট্রিক কমান্ডার নিক ওয়েলিংটনের এ ঘটনাকে ভয়াবহ দুঃস্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন। ভবনে প্রবেশ না করা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা জানানো যাচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে কী কারণে এ আগুন লাগলো তা এখনও জানা যায়নি।