প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়া এক নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২১ ১৮:৪০:৫৫ | আপডেট: ৩ years আগে
নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়া এক নারীর মৃত্যু

নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়া এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের টিকা নেওয়ার পর এক নারীর মৃত্যুর ঘটনায় স্বাধীন একটি কোভিড-১৯ ভ্যাকসিন সেফটি মনিটরিং বোর্ডের পর্যালোচনার পর নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তবে ওই নারীর বয়সের বিষয়ে কিছুই জানায়নি মন্ত্রণালয়।

মনিটরিং বোর্ড মনে করে, ওই নারীর মৃত্যু হয়েছে মায়োকার্ডাইটিসের কারণে।

বিবৃতিতে বলা হয়, মায়োকার্ডাইটিস ফাইজারের কোভিড-১৯ টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পরিচিত। ( মায়োকার্ডাইটিস হলো- হৃৎপিণ্ডের পেশির প্রদাহ, যা রক্ত সঞ্চালন করার জন্য অঙ্গের ক্ষমতাকে সীমিত করতে পারে এবং হৃদস্পন্দনের ছন্দে পরিবর্তন আনতে পারে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে, ফাইজারের টিকা নেওয়ার পর এ প্রথম নিউজিল্যান্ডে কারও মৃত্যু হলো। তবে ফাইজারের মিডিয়া টিম এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

নিউজিল্যান্ডে ফাইজার, জনসন ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার অনুমোদন দেওয়া হয়।  সম্প্রতি করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন আরোপ করা হয়েছিল।

দেশটিতে সোমবার ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চীনের উহান থেকে এ ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডে সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের।