প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নিকারাগুয়া উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২২ ২০:২০:১৩ | আপডেট: ২ years আগে
নিকারাগুয়া উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প
সংগৃহীত

নিকারাগুয়ার পশ্চিম উপকূলে ৬.৭-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে সুনামির কোনো আশঙ্কা নেই।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ খবর জানিয়েছে। খবর এএফপির।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় ১টা ৪২ মিনিটে উপকূলরেখা থেকে প্রায় ৩৮ মাইল দূরে ভূপৃষ্ঠ থেকে ২৫.৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণকেন্দ্র কোনো হুমকি নেই বলেও জানিয়েছে।

ইউএসজিএস বলেছে, ভূকম্পনের ফলে হতাহতের এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। তবে এই অঞ্চলে এমন কাঠামো রয়েছে যা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ।