তাপদাহে বিপর্যস্ত ফ্রান্স। দেশটিতে গত সোমবার ৪৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাঠি পৌঁছায় তাপমাত্রা। দেশটিতে জ্বলছে হাজার হাজার একর বনাঞ্চল। কোনোভাবেই থামানো যাচ্ছে না ধ্বংস। এরই মাঝে মাত্রাতিরিক্ত তাপে যাতে বিস্ফোরণ না ঘটে, সেজন্য গ্যাস সিলিন্ডার সুইমিং পুলে ফেলতে হচ্ছে।
দ্য মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, ফরাসী দমকলকর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দাবানল নিয়ন্ত্রণে। এরই মধ্যে ৩৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুন- যুক্তরাজ্যে চার দিনে ১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা
এ অবস্থায় সোমবার পাইলা সুর মে এলাকার একটি পাঁচ তারকা সমুদ্র সৈকতের হোটেল থেকে রান্নার গ্যাসের বেশকিছু সিলিন্ডার হোটেলটির সুইমিং পুলে ফেলতে দেখা গেছে। তাদের আশঙ্কা, মাত্রারিক্তি তাপমাত্রায় বিস্ফোরণ ঘটতে পারে।
দেশটির কর্তৃপক্ষ বলছে, তিনটি স্থানে সৃষ্ট দাবানল নিয়ন্ত্রণে তারা হেরে যাচ্ছেন। এরইমধ্যে ১৯ হাজার হেক্টরেরও বেশি বন পুড়ে ছাই হয়েছে। দাবালন দ্রুতই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর্যটন কেন্দ্রগুলোর দিকে এগোচ্ছে।