প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পদত্যাগ করলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২ ১০:৪৫:০৯ | আপডেট: ২ years আগে
পদত্যাগ করলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট
আরমেন সারকিসিয়ান

কাজের স্বাধীনতা না থাকার অভিযোগে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানা যায়, রোববার তিনি পদত্যাগ করেছেন।

সারকিসিয়ান জানান, বিভিন্ন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে প্রায় চার বছর ধরে চিন্তাভাবনা করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আর্মেনিয়ার সংবিধান দেশের প্রেসিডেন্টকে কাজ করার যথেষ্ট ক্ষমতা ও স্বাধীনতা দেয়নি।

তবে তিনি আশা প্রকাশ করেন, সংবিধান সংশোধন করে দেশের জন্য এমন আইন প্রণয়ন করা হবে যাতে পরবর্তী প্রেসিডেন্ট ও তার প্রশাসন আরও বেশি ভারসাম্যপূর্ণ পরিবেশে কাজ করতে পারবে।

২০১৮ সালে আর্মেনিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সারকিসিয়ান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দেশটির সংবিধান অনুযায়ী, তার ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করলেন।