প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে আবার মমতা

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২১ ১৬:৫৫:৩৪ | আপডেট: ৩ years আগে
পশ্চিমবঙ্গে আবার মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের গণনা পর্ব চলছে। নন্দীগ্রামে সকাল থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও ১৪ রাউন্ড ভোট গণনা শেষে এগিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ রাউন্ড শেষে তিনি দুই হাজার ৩৩১ ভোটে এগিয়ে আছেন।

রোববার এপিবি আনন্দের সর্বশেষ সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ২০২টি আসনে ও বিজেপি ৮৭টি আসনে এগিয়ে রয়েছে। তবে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২০২টি আসনে ও বিজেপি ৭৮টি আসনে এগিয়ে রয়েছে।

নন্দীগ্রামে এখন পর্যন্ত যে অঞ্চলগুলোর গণনা হয়েছে, সেই অঞ্চলগুলোতে তৃণমূল থেকে বিজেপিই শক্তিশালী। অনেকেরই ধারণা গণনা পর্ব যত এগোবে এই হিসেব নিকেশ অনেকটাই বদলে যেতে পারে।

তৃণমূল কংগ্রেসের জয়ের প্রবণতা স্পষ্ট হলেও স্বয়ং মমতার পিছিয়ে পড়ার প্রাথমিক খবরে একটা মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে।

বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে, আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।