প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পশ্চিমাদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, দাবি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২২ ১০:৩১:৪৩ | আপডেট: ২ years আগে
পশ্চিমাদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, দাবি পুতিনের

প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার বাধা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আলজাজিরার।

সোমবার পুতিন বলেন, ‘পশ্চিমারা আশা করেছিল, দ্রুত আর্থিক-অর্থনৈতিক পরিস্থিতি বিপর্যস্ত হবে, বাজারে আতঙ্ক সৃষ্টি করবে, ব্যাংকিং ব্যবস্থার পতন এবং দোকানে নিত্যপণ্যের ঘাটতি দেখা দেবে।’

তিনি যোগ করেন, ‘অর্থনৈতিক ব্লিটজের কৌশল ব্যর্থ হয়েছে’ এবং এর পরিবর্তে ‘পশ্চিমে অর্থনীতির অবনতি’ হয়েছে।

রাশিয়ান নেতা শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের সাথে একটি ভিডিও কনফারেন্সে চলাকালে টেলিভিশনে এ মন্তব্য করেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার কর্পোরেট এবং আর্থিক ব্যবস্থার উপর অভূতপূর্ব নিষেধাজ্ঞা আরোপ করে।

‘রাশিয়া অভূতপূর্ব চাপ সহ্য করেছে’ যুক্তি দিয়ে পুতিন বলেন, রুশ মুদ্রা রুবল আরও শক্তিশালী হয়েছে এবং বছরের প্রথম ত্রৈমাসিকে ৫৮ বিলিয়ন ডলারের ঐতিহাসিক উচ্চ বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড করেছে রাশিয়া।