প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানকে ৫০ কোটি ডলার ঋণ দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৩ ২১:২৭:১৩ | আপডেট: ১ year আগে
পাকিস্তানকে ৫০ কোটি ডলার ঋণ দিলো চীন
পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা পাকিস্তানকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ব ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়ালি ব্যাংক লিমিটেড (আইসিবিসি)। দেশটির কেন্দ্রীয় ব্যাংক শনিবার এই অর্থ হাতে পেয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

এক টুইটবার্তায় ইসহাক দার জানান, পাকিস্তানের ঋণ সহায়তার জন্য আবেদন করার পর সম্প্রতি পাকিস্তানের জন্য ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে চীনের রাষ্ট্রায়ত্ব ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়ালি ব্যাংক লিমিটেড (আইসিবিসি)।

তিনি আরও জানিয়েছেন, এই ঋণ সুবিধাটি তিন কিস্তিতে হস্তান্তর করা হবে। প্রথম কিস্তিতে ৫০ কোটি ডলার পেয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে ৭০ কোটি ডলার সহায়তা দিয়েছিল চীনের রাষ্ট্রায়ত্ব চায়না ডেভেলেপমেন্ট ব্যাংক।

অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার চেষ্টা করছে পাকিস্তান। তবে প্রায় ১০ দফায় বৈঠকের পরও ঋণ চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশটি। তবে আগামী সপ্তাহে আইএমএফের সাথে চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশা করাছেন ইসহাক দার।

এদিকে, আইএমএফ ছাড়াও বন্ধুত্বপূর্ণ দেশ এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান থেকে অর্থ পাওয়ার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে শাহবাজ শরীফের সরকার।