প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানী রুপির দামে রেকর্ড পতন, ১ ডলার ১৯০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২২ ১১:৩২:১৯ | আপডেট: ২ years আগে
পাকিস্তানী রুপির দামে রেকর্ড পতন, ১ ডলার ১৯০ রুপি

ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পতনসহ বিভিন্ন কারণে নানামুখী সংকটে রয়েছে পাকিস্তান। এরইমধ্যে দেশটির মুদ্রা রুপির বিপরীতে মার্কিন ডলারের দাম এ যাবতকালের সর্বোচ্চে পৌঁছেছে।

মান কমতে কমতে বুধবার প্রতি ডলারের আন্তঃব্যাংক রেট বেড়ে ১৯০.৯০ রুপিতে পৌঁছায়। যা দিনের শেষে ১৯০.০২ রুপিতে স্থির থাকে। খবর ডনের।

ওই দিন ডলারের দাম ১.৩৬ রুপি বেড়েছে। গত মঙ্গলবার যে দাম ছিল ১৮৮.৬৬ রুপি।

এর আগে ইতিহাসের সর্বোচ্চে দাম পৌঁছেছিল ১ এপ্রিল। ওই দিন রুপির দাম ১ ডলারেরর বিপরীতে পৌঁছায় ১৮৯ রুপিতে।

পত্রিকাটির প্রতিবেদন বলছে, ১১ এপ্রিলে ইমরান খানের সরকার পরিবর্তনের পরপরই, রুপির দাম কমতে থাকে, পরে স্থিতিশীল হলেও এখন আবারও ব্যাপকভাবে কমছে রুপির দাম, যা এখন ইতিহাসের সর্বোচ্চ।

রুপির এমন দর পতনের পেছনের কারণ হিসেবে দেশটির আরিফ হাবিব গ্রুপের ডিরেক্টর আহসান মেহন্তি মেটিস গ্লোবালকে বলেছেন, উচ্চ তেল আমদানি বিল এবং সৌদি প্যাকেজের অপেক্ষার জল্পনায় রুপির চাপ রয়েছে।