প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২২ ১৮:১৬:০২ | আপডেট: ২ years আগে
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
ছবি- সংগৃহীত

ইমরান খানের নাটকীয় বিদায়ের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নওয়াজ শরিফের বড় ভাই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শাহবাজ শরিফ। খবর দ্য ডনের।

সোমবার দেশটির পার্লামেন্টে ১৭৪ সদস্য তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ভোট দিয়েছেন।

এর আগে সোমবার বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টের বিশেষ অধিবেশন শুরু হয়।

তবে অনাস্থা ভোট প্রত্যাখ্যান করায় ওয়াক আউট করে সংসদ ভবন থেকে বেরিয়ে যান পিটিআইয়ের আইনপ্রণেতারা। পিটিআই-সমর্থিত প্রধানমন্ত্রী পদের প্রার্থী শাহ মাহমুদ কুরেশি ঘোষণা দেন, তার দলের আইনপ্রণেতারা জাতীয় পরিষদ থেকে গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।

এদিকে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়া লন্ডনে নওয়াজ শরিফের বাসভবনের বাইরে বিক্ষোভ হয়েছে।

এদিকে সমর্থকদের উদ্দেশে এক টুইট বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতার সংগ্রাম কেবল শুরু হলো।