সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তকর তথ্য ছড়ানোয় পাকিস্তানের মদদপুষ্ট ৩৫টি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ভারত।
শুক্রবার ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান থেকে পরিচালিত এ ইউটিউব চ্যানেল ছাড়াও দুটি টুইটার অ্যাকাউন্ট, দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দুটি ওয়েবসাইট ও একটি ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ভারত সরকার দেশটির প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর জন্য দায়ী এবং তার মেয়ে ইসলাম গ্রহণ করবে-এমন ভুয়া খবর ছড়াচ্ছিলো এসব ইউটিউব চ্যানেল।
ভারতের তথ্য সচিব অপূর্ব চন্দ্র বলেন, ‘কনটেন্টগুলো একেবারে ভুয়া। যেমন তারা বলছে, বিপিন রাওয়াতের মৃত্যুর জন্য সরকার দায়ী এবং উত্তর কোরিয়ার সেনাবাহিনী কাশ্মীরে যাচ্ছে ইত্যাদি। এটা কি ধরনের বাজে কথা!’
তিনি বলেন, ‘এই ইউটিউব চ্যানেলগুলোর মোট সাবস্ক্রাইবার এক কোটি ২০ লাখের বেশি। তাদের দেয়া ভিডিও ১৩০ কোটি বার দেখা হয়েছে। যাদের অধিকাংশই ভারতীয়। আমাদের গোয়েন্দা সংস্থা এখন এ পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং ইউটিউবে এই জাতীয় আরও চ্যানেল বন্ধ করা হবে।’
এর আগে গত বছরের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত, তার স্ত্রী ও ১২ সশস্ত্র কর্মকর্তা নিহত হন।
এরপর তিন বাহিনীর সমন্বয়ে করা গঠিত তদন্ত কমিটির এক প্রতিবেদনে বলা হয়, ‘মেঘলা আবহাওয়ায় মানবীয় ত্রুটির’ কারণে তাদের বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।