প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২১ ১৪:৩১:৪৬ | আপডেট: ৩ years আগে
পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৬

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়: প্রথমে মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পরে। তখন স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি এসে এটিকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

মিল্লাত এক্সপ্রেসের ধ্বংসস্তূপের মধ্যে এখনো ১৫ থেকে ২০ জন যাত্রী আটকা পড়ে আছেন বলে খবরে বলা হয়। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

ঘটনার পরপর ঘোটকি, দারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দায়িত্বে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ জানান: নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ।