পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দেশটির বিমান বাহিনীর এক প্রশিক্ষণ ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শনিবার ভোরের এ হামলায় ওই প্রশিক্ষণ শিবিরের তিনটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সেনাবাহিনী পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ শিবির হামলার শিকার হয়েছে। তবে সেনারা তা ব্যর্থ করে দিয়েছে। এতে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে স্থলভাগে রাখা তিনটি বিমান এবং একটি জ্বালানি ব্রাউসার ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী যেকোনোভাবে দেশ থেকে সন্ত্রাসবাদ ধূলিসাৎ করতে প্রতিশ্রুতিবদ্ধ। খাইবার পাখতুনখোয়ায় সিরিজ সন্ত্রাসী হামলায় ১৭ জন সেনা নিহতের কয়েক ঘণ্টার মধ্যে সবশেষ এ হামলা হলো।
তবে এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।