পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার স্থানীয় সময় সকালের দিকে করাচির শেরশাহ এলাকায় বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
শেরশাহ এলাকায় একটি ব্যাংক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়া এবং টিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ঘটনায় দুই তলা ভবনের জানালা ও দরজা উড়ে গেছে, এছাড়া অনেক নথিপত্র আশপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আশেপাশে থাকা গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, একটি বোমা নিষ্ক্রিয়কারী দল তদন্ত করছে, কিন্তু "স্পষ্টত গ্যাসের লিকেজ থেকেই এ ঘটনা ঘটেছে"।
বিস্ফোরণে আহতদের উদ্ধার করে শেরশাহ সিভিক হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা শঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।