পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকালে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফিরছিলেন মুসল্লিরা। ফেরার পথে খুজদার জেলার কার্খ অঞ্চলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় তাদের বহনকারী বাসটি।
পাকিস্তানের কর্মকর্তা ও ডাক্তারদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা বলেন রয়টার্সকে জানান, জীবিতদের উদ্ধারে আধা সামরিক বাহিনী এবং সৈন্যদের ইতোমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তিনি বলেন, 'দুর্ঘটনা কবলিত বাসটি তার ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল। এমনকি অনেক যাত্রী বাসের ছাদে বসেও যাচ্ছিলেন।'
মৃতের সংখ্যা বাড়তে পারে জানিয়ে ডা: মনজুর জহির নামে এক চিকিৎসক বলেন, 'আমরা ২০ জনের লাশ পেয়েছি এবং ৪০ জনের অধিক আহত লোক জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।'
খুজদার জেলার ডেপুটি কমিশনার বশির আহমেদ জানান, মৃতদের সবাই পুরুষ এবং তারা সিন্ধু প্রদেশের বাসিন্দা।