এ যাবতকালের সর্বনিম্নে নেমে যাওয়ার একদিন পর, মার্কিন ডলারের বিপরীতে কিছুটা বেড়েছে পাকিস্তানি রুপির দাম।
শুক্রবার সকাল ১১টায় পর্যন্ত আন্তঃব্যাংক মিনিময় হার এক ডলারের বিপরীতে সর্বোচ্চ ২৭৫ রুপি ছিল। বৃহস্পতিবার যা ২৮৫.০৯ রুপিতে পৌঁছেছিল।
এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান (ইক্যাপ)-এর বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
আমদানিকৃত তেলের মূল্য পরিশোধ ও আন্তর্জাতিক মনিটরিং ফান্ড (আইএমএফ) এর কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়টি অনিশ্চিত হওয়ার আশঙ্কায় মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম এ গতকাল সবচেয়ে তলানিতে নেমেছে। তবে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে একটি চুক্তিতে পৌঁছাবে বলে আশা করছে।
আর্থিক তথ্য ও বিশ্লেষণী পোর্টাল মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসির ডনকে বলেন, গতকাল রুপির পতনের পর থেকে বাজারে আতঙ্ক বিরাজ করছে। কারণ সাধারণ মানুষ ভাবছে, সরকার আইএমএফের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারবে না। তাই কেউ ডলার বিক্রি করতে প্রস্তুত ছিল না।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে গতকাল কালোবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ২৯০-২৯৫ রুপিতে। এমনকি ব্যাংকগুলোও অর্থপ্রদানের বিপরীতে এই হারগুলো উদ্ধৃত করেছিল।