পাকিস্তানে পেট্রোল-ডিজেল-কেরোসিনের দাম প্রতি লিটারে ৩০ রুপি বেড়েছে। গতকাল মধ্যরাত থেকেই বর্ধিত দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল ইসলামাবাদে সংবাদ সম্মেলন করে দাম বাড়ানোর এই ঘোষণা দেন।
দ্য ডনের খবরে বলা হয়, মূল্যবৃদ্ধির পর পাকিস্তানে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৭৯.৮৬ রুপি, ডিজেল ১৭৪.১৫ রুপি, কেরোসিন তেলের দাম ১৫৫.৫৬ রুপি এবং লাইট ডিজেলের দাম ১৪৮.৩১ রুপিতে।
এ বিষয়ে মিফতাহ ইসমাইল বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি পুনরায় শুরু করার জন্য মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইসমাইলের দাবি, পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো ছাড়া সরকারের কাছে আর কোনো উপায় ছিল না। এমনকি মূল্যবৃদ্ধির পরও প্রতি লিটার ডিজেলে সরকার ৫৬ রুপি ক্ষতি বহন করা হচ্ছে বলেও জানান তিনি।