পাকিস্তান সীমান্তের কাছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইরানের অন্তত ছয় সীমান্তরক্ষী নিহত হয়েছেন।
দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
ইরানের বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজান সংঘর্ষে ছয় জনের নিহতের খবর নিশ্চিত করেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, গত শনিবার রাতে সশস্ত্র হামলায় ইরানের ছয় সীমান্তরক্ষী নিহত হয়েছেন। সীমানা পেরিয়ে হামলাকারীরা ইরানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে।
এ সময় বাধা দেয় সীমান্তরক্ষীরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং হতাহতের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের পর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে বলে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এ ছাড়া এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে গত মার্চে একই প্রদেশে সন্ত্রাসীদের হামলায় দেশটির দুই পুলিশ সদস্য নিহত হয়। তবে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এ হামলা সবচেয়ে বেশি প্রাণঘাতী বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটি মাদক চোরাচালানকারী চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যালঘু এবং সুন্নি মুসলিম বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের কেন্দ্রস্থল।