প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার পর বাইডেন-জেলেনস্কির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২২ ১৩:০৯:৫৭ | আপডেট: ৩ years আগে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার পর বাইডেন-জেলেনস্কির ফোনালাপ

রুশ সামরিক বাহিনীর গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এবং কেন্দ্রটির নিরাপত্তা এখন সুরক্ষিত বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার সৈন্যরা স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে ইউরোপের বৃহত্তম ইউক্রেনের ওই পরমাণু কেন্দ্রে হামলা চালায়। এ কেন্দ্রের সরাসরি ভিডিও ফুটেজে রাতের আকাশে আগুনের ঝলকানি এবং ধোয়ার কুন্ডলি উঠতে দেখা যায়। কেন্দ্রটির একটি প্রশিক্ষণ ভবনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়িক্ষতি হয়েছে।

এদিকে এএফপির খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের পরমাণু কেন্দ্রে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বন্ধে এবং এ কেন্দ্রে জরুরি সার্ভিস বিশেষজ্ঞদের যাওয়ার সুযোগ করে দিতে বৃহস্পতিবার মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বাইডেন ওই এলাকায় রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বন্ধে এবং পরমাণু স্থাপনায় দমকল কর্মী ও জরুরি সার্ভিস বিশেষজ্ঞদের প্রবেশের সুযোগ করে দেয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। এ দুই নেতার মধ্যে ফোনালাপের কথা উল্লেখ করে হোয়াইট হাউসের দেয়া এক বিবৃতিতে এ সব কথা বলা হয়।

এদিকে আলজাজিরা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি।

রাশিয়ার হামলায় ইউক্রেন থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ পালিয়ে গেছে।