প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পালানোর পথ পাচ্ছেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২২ ১৬:০৯:৪২ | আপডেট: ২ years আগে
পালানোর পথ পাচ্ছেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কোথায় আছেন, তা কেউ জানেন না। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, তিনি নৌঘাটিতে আশ্রয় নিয়েছেন। বিমানবন্দর দিয়ে দেশ ছাড়তে না পেরে নৌপথেই দেশ ছাড়তে চাচ্ছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গ্রেপ্তার হতে পারেন, রাজাপাসে এমন আশঙ্কায় দেশ ছাড়তে চাচ্ছেন বলেও মনে করা হচ্ছে।

বুধবার রাজাপাকসে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এখনও তার বাসভবন দখল করে রেখেছেন দেশটির বিক্ষুদ্ধ জনতা। তারা বলছেন, পদত্যাগের আগে তারা ওই বাসভবন ছাড়বেন না।

এএফপি জানিয়েছে, সংকট ও বিশৃঙ্খলার জেরে বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে কলম্বের সাথে। এ অবস্থায় বিমানবন্দরে স্থবিরতা দেখা দেয়ায় মঙ্গলবার দ্বীপরাষ্ট্রটি থেকে পালানোর জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নৌবাহিনীর টহল নৌযান ব্যবহার করার কথা ভাবছেন।

৭৩ বছর বয়সী পাকসে কলম্বোতে তার সরকারি বাসভবন থেকে পালিয়ে যান। যখন কয়েক হাজার বিক্ষোভকারী শনিবার এটি দখলে নেন। এরপর তিনি দুবাই যেতে চেয়েছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কিন্তু বিমানবন্দরের কর্মকর্তারা তার পাসপোর্ট স্ট্যাম্প করার জন্য ভিআইপি লাউঞ্জে যেতে রাজি হননি। কিন্তু এর পর তিনি মানুষের হামলার ভয়ে সাধারণ লাউঞ্জ দিয়ে যাননি।

প্রেসিডেন্ট ও তার স্ত্রী সংযুক্ত আরব আমিরাতে যেতে চাচ্ছিলেন। কিন্তু ওই দেশের চারটি ফ্লাইটই তিনি মিস করেছেন। ফলে তিনি প্রধান বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি সামরিক ঘাঁটিতে রাত কাটিয়েছেন।

এপ্রিলে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা রাজাপাকসের কনিষ্ঠ ভাই বাসিল মঙ্গলবার ভোরে বিমানবন্দর কর্মীদের সাথে একই রকম পরিস্থিতির পরে দুবাইতে তার নিজের এমিরেটস ফ্লাইট মিস করেন। তিনি শ্রীলঙ্কার পাশাপাশি মার্কিন নাগরিক।

বিমানবন্দরের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, বেশকিছু যাত্রী ছিল, যারা বাসিল তাদের ফ্লাইটে উঠার কারণে প্রতিবাদ করেছিলেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় দ্রুত তিনি বিমানবন্দর ছাড়তে বাধ্য হন।