ইউক্রেনকে আরও ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই এ অর্থ দেয়া হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো নেতাদের কাছে আরও সাহায্যের আবেদন জানানোর পর বরিস জনসন এই ঘোষণা দেন।
জেলেনস্কি ন্যাটো নেতাদের জানিয়েছেন, ইউক্রেনের মাসিক প্রতিরক্ষা ব্যয় ৫ বিলিয়ন ডলার। ব্রিটিশ এই সহায়তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোনের মতো নানা যুদ্ধ সামগ্রী কিনতে ব্যয় হবে।
ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে, কিয়েভে যুক্তরাজ্যের নতুন সহায়তার ফলে এ পর্যন্ত ইউক্রেনে সামরিক সহায়তার পরিমাণ পৌঁছেছে ২৩০ কোটি পাউন্ডে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলা বর্বরোচিত। বিশ্বের কাছে এ যুদ্ধের অসারতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেনের সাধারণ মানুষের পাশে যুক্তরাজ্য থাকবে, যাতে পুতিন ইউক্রেনে ব্যর্থ প্রমাণিত হন বলেও মন্তব্য করেন তিনি।