ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। খবর আলজাজিরার
হেগ-ভিত্তিক আদালত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক ও বেআইনিভাবে রাশিয়ান ফেডারেশনে স্থানান্তরের যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী।
একই ধরনের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্টের অফিসে শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভাকে গ্রেপ্তারের জন্যও এটি একটি পরোয়ানা জারি করেছে।
আইসিসির পদক্ষেপের পর রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
জাতিসংঘ-সমর্থিত তদন্তের একদিন পর এই পরোয়ানা আসে, যেখানে রাশিয়াকে বিরুদ্ধে ইউক্রেনে ব্যাপক যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে।