প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পূর্ব কঙ্গোতে গণহত্যায় কমপক্ষে ৫০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২১ ১৩:১৬:১০ | আপডেট: ৩ years আগে
পূর্ব কঙ্গোতে গণহত্যায় কমপক্ষে ৫০ জন নিহত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের দুটি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। উগান্ডা সীমান্তবর্তী দেশটির দুটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীদের পৃথক দুই হামলায় ৫০ জন নিহত হয়েছেন। একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই অঞ্চলে ১২টির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এর মধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সংশ্লিষ্টরা এ হামলা চালিয়ে থাকতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়: ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে হামলা চালায় বন্দুকধারীরা। স্থানীয় একটি গোষ্ঠীর নেতার স্ত্রীর নিহত হওয়ায় হামলার পেছনে জাতিগত শত্রুতাকেই বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে বন্দুকধারীরা একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালায়। আগের সহিংসতার ভুক্তভোগীরা সেখানে আশ্রয় নিয়েছিল। ইতুরি ও পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আফ্রিকার দেশটিতে জাতিসংঘের কয়েক হাজার শান্তিরক্ষী নিয়োজিত আছে। এরপরও প্রতি সপ্তাহে একাধিক হামলার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে সরকার।