প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২২ ১২:৩৭:৪৪ | আপডেট: ২ years আগে
পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
সংগৃহীত

শুক্রবার পূর্ব তিমুরের উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়।

সুনামি উপদেষ্টা গ্রুপ বলেছে, ভূমিকম্পটি ‘ভারত মহাসাগর অঞ্চলকে প্রভাবিত করে একটি সুনামি তৈরি করতে সক্ষম হতে পারে।’

ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্প পূর্ব তিমুর এবং ইন্টোনেশিয়ার মধ্যে বিভক্ত দ্বীপের পূর্ব প্রান্ত থেকে ৫১.৪ কিলোমিটার (৩২ মাইল) গভীরতায় আঘাত হানে।

ইন্ডিয়ান ওশান সুনামি ওয়ার্নিং অ্যান্ড মিটিগেশন সিস্টেম (আইওটিডব্লিউএমএস) এই অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে।