প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পেরুর নতুন প্রেসিডেন্ট দিনা বলুআর্তে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২ ১০:২৩:০৩ | আপডেট: ২ years আগে
পেরুর নতুন প্রেসিডেন্ট দিনা বলুআর্তে
দিনা বলুআর্তে | সংগৃহীত ছবি

বিরোধীতার মুখে অল্প সময় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা পেরুর বামপন্থি নেতা পেদ্রো ক্যাসটিলোকে অভিশংসনের কয়েক ঘণ্টা পরই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা বলুআর্তে। খবর বিবিসি’র।

কংগ্রেস বুধবার রাতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় ক্যাস্টিলোকে অপসারণের পক্ষে ভোট দেয়। তিনি এর এক দিন আগে পার্লামেন্ট ‘সাময়িকভাবে’ ভেঙে দিয়ে ডিক্রির মাধ্যমে দেশ পরিচালনার কথা ঘোষণা করেছিলেন।

অভিশংসন ভোটের পর কংগ্রেস বলুআর্তেকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানায় এবং বুধবার বিকেলে শপথ নেয়ার মাধ্যমে তিনি দক্ষিণ আমেরিকার দেশটির প্রথম নারী নেতা হিসেবে আবির্ভূত হন। দিনা বলুআর্তে ২০২৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন-  ক্ষমতাচ্যুত হওয়ার পরেই আটক হলেন পেদ্রো কাসিলো

শপথ নেয়ার পর দিনা বলুআর্তে দেশের সঙ্কট কাটাতে রাজনৈতিক রণাবসানের আহ্বান জানিয়ে বলেছেন সকল দলের অংশগ্রহণে সরকার গঠন করবেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘দেশকে সঙ্কট থেকে বের করে নিয়ে আসতে আমি সবার কাছে সময় প্রার্থনা করছি।’

ক্যাস্টিলো বলেছিলেন, তার এই পদক্ষেপের লক্ষ্য ছিল পেরুতে ‘আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।’ তবে তার নিজের ভাইস প্রেসিডেন্ট দিনা বুলার্তোসহ বিরোধীদল এর তীব্র বিরোধিতা করছিল। তারা একে ‘অভ্যুত্থানচেষ্টা’ হিসেবে অভিহিত করেন।

এদিকে রাজধানী লিমায় ক্যাসটিলোর পক্ষে ও বিপক্ষে জড়ো হওয়া হাজারো সমর্থকদের প্রতিবাদ ও উদযাপনকে নিবৃত্ত করতে পুলিশ প্রেসিডেন্সিয়াল ও কংগ্রেশনাল প্যালেসগুলোতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে। এ সময় কংগ্রেস বিলুপ্ত করার পক্ষে জড়ো হওয়া শতশত ক্যাসটিলো সমর্থকদের বিরুদ্ধে দেয়াল হিসেবে কাজ করে সশস্ত্র পুলিশ।

অন্যদিকে রাজধানীর বিভিন্ন সড়কে ক্যাসটিলো বিরোধী সমর্থকদের নেচে গেয়ে আনন্দ করতে দেখা যায়। তবে রাত ১০টা থেকে সান্ধ্যআইন জারির ঘোষণা দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।