প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

প্যারাডাইস উপন্যাসে সাহিত্যে নোবেল পেলেন গুর্নাহ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২১ ১৮:৩৪:০২ | আপডেট: ৩ years আগে
প্যারাডাইস উপন্যাসে সাহিত্যে নোবেল পেলেন গুর্নাহ

প্যারাডাইস নামে চতুর্থ উপন্যাসের জন্য এ বছর সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আব্দুলরাজাক গুর্নাহ।

সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন মার্কিন কবি লুইস গ্লুক।

আব্দুলরাজাক গুর্নাহ এর জন্ম ১৯৪৮ সালে। তানজানিয়ায় বেড়ে উঠলেও ১৯৬০ সালের পর শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান এ সাহিত্যিক। অবসর নেয়ার আগ পর্যন্ত তিনি ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

উল্লেখ্য, ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রোনার রেখে গিয়েছিলেন, আজকের বাজারে যা প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। তার রেখে যাওয়া ওই অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের প্রচলন করা হয়।