প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীত্ব হারিয়ে যা বললেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২২ ১৯:৪৩:৫৫ | আপডেট: ২ years আগে
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে যা বললেন ইমরান খান
ছবি- সংগৃহীত

শতচেষ্টা করেও শেষ রক্ষা হয়নি, অবশেষে নানা নাটকীয়তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হারাতেই হলো ইমরান খানকে।

শনিবার দিবাগত রাতে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এরপর অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। তবে একদিন পরই তিনি আজ রোববার নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে টুইট করেছেন।

টুইটারে ইমরান খান লিখেছেন, '১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়, কিন্ত শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হলো। দেশের জনগণ সর্বদা তাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করে।'

চারদফা মুলতবির পর দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৫০ মিনিটে পাকিস্তানের সংসদ অধিবেশন অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে ইমরানের বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি।

প্রস্তাব পাসের জন্য দরকার ছিল ১৭২ ভোট। ভোটাভুটি শেষে প্যানেল স্পিকার পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতা আয়াজ সাদিক এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয় পাকিস্তানের জাতীয় পরিষদ। অনাস্থা প্রস্তাবটি সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়েছিল।

পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি এ অনাস্থা প্রস্তাব খারিজ করেন। বিরোধী দলগুলো স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করায় ডেপুটি স্পিকার সেদিন অধিবেশনে সভাপতিত্ব করেন।