প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ফিতা কেটে উদ্বোধনের পরই ভেঙে পড়লো সেতু

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২২ ১২:২১:৪২ | আপডেট: ২ years আগে
ফিতা কেটে উদ্বোধনের পরই ভেঙে পড়লো সেতু

কঙ্গোতে উদ্বোধনের পরই ভেঙে পড়েছে একটি সেতু। ফিতা কেটে কর্মকর্তারা যখন সেতুটি উদ্বোধন করেন এর পরপরই তাদের নিয়ে ভেঙে পড়ে সেতু। 

ঘটনাটি গত সপ্তাহের। এর ফলে সেতু ভেঙে ২ ভাগ হয়ে যায়।

দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নির্মাণ কাজের ত্রুটি নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। 

স্থানীয় খামা প্রেস নিউজ এজেন্সি অনুসারে বর্ষাকালে স্থানীয়দের নদী পার হতে ছোট সেতুটি তৈরি করা হয়েছিল। বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, সেতুটির আগে যে অস্থায়ী কাঠামো ছিল তা প্রায়শই ভেঙে পড়ত।

ভিডিওগুলির একটিতে দেখা গেছে; কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করতে সেতুর উপর দাঁড়িয়ে আছেন। সেতুর এক প্রান্তে লাল ফিতা বেঁধে উদ্বোধন করা হয়।

কিন্তু প্রতিনিধিদের মধ্যে একজন নারী ফিতা কাটতে কাঁচি বের করার সাথে সাথেই কর্মকর্তাদের চাপে সেতুটি ভেঙে পড়ে যায়।

নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান এবং সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যান।