প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ফিলিপাইনে বন্যায় নিহত বেড়ে ৩২, নিখোঁজ ২৪

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২২ ১৬:০৩:৪৬ | আপডেট: ১ year আগে
ফিলিপাইনে বন্যায় নিহত বেড়ে ৩২, নিখোঁজ ২৪

ফিলিপাইনের ভারী বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। ২৪ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থা।

ফিলিপাইনের পূর্ব, মধ্য ও দক্ষিণাঞ্চলে খারাপ আবহাওয়ার কারণে বড়দিন উদযাপন ব্যাহত হয় এবং ৫৬ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয়ে আছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে, উত্তর মিন্দানাও অঞ্চলে ৩২ জনের মধ্যে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর নিখোঁজ ২৪ জনের মধ্যে ২২ জন মধ্য ফিলিপাইনের পূর্ব ভিসায়াস এবং পূর্ব বিকোল অঞ্চলের।

সংস্থাটি বলেছে, অধিকাংশ মৃত্যুই ডুবে যাওয়ার কারণে হয়েছে এবং নিখোঁজদের মধ্যে কিছু জেলে ছিল, যাদের নৌকা ডুবে গেছে। বন্যায় রাস্তা ও সেতুসহ চার হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকা বিদ্যুৎ ও খাবার পানিবিহীন হয়ে পড়ে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে যে উষ্ণ ও ঠাণ্ডা বাতাসের মিলনে দেশের কিছু অংশে বৃষ্টিপাতের সূত্রপাত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত একই এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।