ফিলিপাইনে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে দেশটির উত্তরাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়। (খবর এপি’র)।
এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের ফলে বেশ কিছু ভবনে ফাটলের সৃষ্টি হয়েছে। এছাড়া এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ফিলিপাইন কর্তৃপক্ষ বলছে; ভূমিকম্পটির উৎপত্তিস্থল আবরা প্রদেশের পার্বত্য এলাকায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। এটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটারশক অনূভূত হয়েছে।