যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের জনবহুল শহর ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
ইন্ডিয়ানাপোলিস পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পণ্য ডেলিভারি সংস্থা ফেড-এক্সের একটি স্থাপনায় এ হামলা হয়। বর্তমানে ওই এলাকায় আর কোনও ঝুঁকি নেই। তবে হামলাকারীর উদ্দেশ্য এখনো পরিষ্কার হওয়া যায়নি।
শুক্রবার সকালে পুলিশের মুখপাত্র জেনায়ে কুক জানিয়েছেন, আমরা গুলিবিদ্ধ ৮ জনকে শনাক্ত করেছি, ঘটনাস্থলেই যাদের মৃত্যু হয়েছে। আর বন্দুকধারী নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে।
তিনি বলেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
জেরেমিয়া মিলার নামে ফেড-এক্সের এক কর্মী বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমি এক ব্যক্তিকে এক ধরনের সাব-মেশিনগানসহ দেখেছি। সে উপর্যুপরি গুলি চালাচ্ছিল। ভয়ে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি।
এক বিবৃতিতে ফেড-এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বন্দুকহামলার বিষয়ে অবগত এবং তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করছে।