পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ, তার ক্ষমতাসীন সংসদ ভেঙে দেয়া এবং আগাম নির্বাচন আয়োজনকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে দেশটির সুপ্রিম কোর্ট এ রায় ঘোষণা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনাস্থা প্রস্তাব প্রত্যাখান প্রসঙ্গে পাকিস্তানের সুপ্রিম কোর্ট টানা চারদিনের শুনানি শেষে এই রায় দেন।
যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগসাজশে রাজনৈতিক বিরোধীরা তাকে অপসারণের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ইমরান খান। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযোগ অস্বীকার করেছে।
বিরোধী দল দাবি করছে, তাদের কাছে সংসদে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য পর্যাপ্ত ভোট ছিল। তারা জানায়, ৩৪২ আসনের বিধানসভায় তাদের ১৭২ ভোট রয়েছে। কারণ ইমরান খানের নিজের দল তেহরিক-ই-ইনসাফ বা জাস্টিস পার্টির কিছু সদস্য এবং তার সরকারের জোটের অংশীদার মুত্তাহিদা কওমী মুভমেন্ট ইতোমধ্যে বিরোধী দলে যোগ দিয়েছে।
খানের মিত্র ও দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পাঁচ সদস্যের সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায়ের পর অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত্।তিনি সতর্ক করে বলেন, অস্থিতিশীলতা বাড়বে এবং আমি এ সংকটের কোন শেষ দেখছি না।’