প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ফের রুশ ভূখণ্ডে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৩ ১৩:৩৬:৪৯ | আপডেট: ২ years আগে
ফের রুশ ভূখণ্ডে হামলা
ছবি: সংগৃহীত

রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। অঞ্চলটির গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে এক পোস্টে বুধবার এ দাবি করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলায় এখন পর্যন্ত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গ্ল্যাডকভ। তিনি বলেন, দুইজনকে অনতিবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এতে এক ব্যক্তি ঘাড়ে এবং পিঠে ক্ষত হয়েছে। তার অবস্থা গুরুতর। অন্যদিকে আহত আরেক নারী বাহুতে আঘাত পেয়েছেন।

এর আগে গ্ল্যাডকভ জানান, অঞ্চলটিতে গুলিবর্ষণে এক নারী আহত হন। বেলগোরদের এ গভর্নর আরও জানান, গোলাবর্ষণে আটটি অ্যাপার্টমেন্ট ভবন, চারটি বাড়ি, একটি স্কুল ও দুইটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেবেকিনো এবং সীমান্তবর্তী শহর গ্রেভোরন থেকে শিশুদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান গ্ল্যাডকভ। এর আগে মঙ্গলবার তিনি বলেন, বেলগোরদের বিভিন্ন অঞ্চলে ইউক্রেন বাহিনী কয়েক ডজন মর্টার ও আর্টিলারি হামলা চালিয়েছে। এতে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন বলে জানান তিনি।

সিএনএনের পক্ষ থেকে রুশ এ গভর্নরের দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায় নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদের প্রায়শই হামলা চালানো হচ্ছে বলে দাবি রাশিয়ার। তবে ইউক্রেনে সরাসরি এসব হামলার দায় স্বীকার করেনি।

এ ছাড়া সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে দেশটি। সেইসঙ্গে মস্কোর হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছে।