যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে বহুতল ভবনের ধ্বংসস্তুপ থেকে আরো দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১২৬ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আরও দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
ভয়াবহ এ দুর্ঘটনার নবম দিনে উদ্ধার করা দুইজনের মরদেহের মধ্যে ৭ বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে। সে স্থানীয় এক দমকলকর্মীর মেয়ে।
এ নিয়ে মায়ামিতে ভবন ধসের ঘটনায় তিনজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেল। এর আগে গত বুধবার লুসিয়া গারা (৪) এবং এমা গারা (১০) নামে দুই বোনের লাশ উদ্ধার করা হয়।
এদিকে ভবন ধসের নবম দিনেও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে তারা বলছেন, সময় যত গড়াচ্ছে, নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও তত ক্ষীণ হয়ে আসছে। এরই মধ্যে অঞ্চলটিতে হ্যারিকেন ঝড় ধেয়ে আসার পূর্বাভাস উদ্ধারকর্মীদের মধ্যে আরও বেশি শঙ্কা সৃষ্টি করছে।
এর আগে গত ২৪ জুন মায়ামির সার্ফাইড এলাকায় 'কনডমিনিয়াম' নামের ১২তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়ে। ধসে পড়া ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। ভবনটিতে মোট ১৩০টি ইউনিট ছিল।
তবে ঠিক কী কারণে ভবনটির একটি অংশ ধসে পড়েছে তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ধসে যাওয়া ভবনের একটি অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে।