প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৩ ১৯:৩৩:০০ | আপডেট: ২ years আগে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে ফের একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় আবহাওয়া সংস্থা। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের কাছে ঘূর্ণিঝড়ের কোনো তথ্য নেই।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো তথ্য আমাদের কাছে কোনো তথ্য নেই।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়ের লক্ষ্য হতে পারে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল। তবে ঘূর্ণিঝড়টি কবে ভূভাগে প্রবেশ করবে সেই পূর্বাভাসের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। প্রাথমিক পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছে, আগামী ৩ জুন মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের কাছে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৮ জুন সেটি পৌঁছাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, ‘বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় নিয়ে এখনই কিছু বলা মুশকিল। কারণ ওই একই সময় আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। কোন ঝড়টি আগে তৈরি হচ্ছে, তার ওপর তাদের শক্তি ও গতিপথ নির্ভর করছে।’

এদিকে ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুসারে যে ঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে ‘বিপর্যয়’ যা বাংলাদেশের দেয়া, অন্যটির নাম হবে গতি।