প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বন্দুকের বিরুদ্ধে আমেরিকানরা

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২২ ১২:০৬:১০ | আপডেট: ২ years আগে
বন্দুকের বিরুদ্ধে আমেরিকানরা

টেক্সাসে গত মাসের গুলি করে ১৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে হত্যার ঘটনায় কঠোর আগ্নেয়াস্ত্র আইনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। সূত্র বিবিসি ও আল জাজিরার।

শনিবার আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বিষয়ক সংগঠন ‘মার্চ ফর আওয়ার লাইভস’ (এমএফওএল) দেশজুড়ে প্রায় ৪৫০টি সমাবেশ করে। পার্কল্যান্ড স্কুলের ২০১৮ সালের গণহত্যা থেকে যারা বেঁচে গিয়েছিলেন, তারাই মূলত সংগঠনটির প্রতিষ্ঠাতা।

সংগঠনটি বলেছে, অব্যাহতভাবে মানুষের মৃত্যু হচ্ছে। এ অবস্থায় তারা রাজনীতিবিদদের চুপ করে বসে থাকতে দেবে দিতে পারেন না।

অবশ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিক্ষোভকে সমর্থন করেছেন। তিনি কংগ্রেসকে ‘সাধারণ বুদ্ধিতেই যা আসে’ সেরকম আগ্নেয়াস্ত্র নিরাপত্তা আইন পাস করার আহ্বান জানিয়েছেন।

টেক্সাস অঙ্গরাজ্যের উভালদে রব এলিমেন্টারি স্কুলে গত ২৪ মে বন্দুকধারীর গুলিতে উনিশ শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে নতুন করে আগ্নেয়াস্ত্র আইনে কড়াকড়ির দাবি উঠেছে।

‘মার্চ ফর আওয়ার লাইভস’ বলছে, রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তা আমেরিকানদের হত্যা করছে। তা এ অবস্থার আর চলতে দেয়া যায় না।