প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বন্যায় চীনে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২২ ১৪:৫৬:৩৬ | আপডেট: ২ years আগে
বন্যায় চীনে ১৬ জনের মৃত্যু

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কিনহাইতে বন্যায় ১৬ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অন্তত আরও ৩৬ জন।

ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় এসব মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

দেশটির সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বুধবার রাতে কিনহাই প্রদেশে হঠাৎ করে ভারি বৃষ্টিপাত শুরু হয়। এতে প্রদেশটির দাতং হুই এবং তু এলাকার পাহাড়ে বন্যা ও ভূমিধস শুরু হয়। এই এলাকায় চার লাখের বেশি মানুষের বাস।

বন্যায় নদীর গতিপথ বদলে গেছে। শহর ও গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ছয় হাজারের বেশি মানুষ।

স্থানীয় কর্তৃপক্ষ দুই হাজার লোকবলের উদ্ধারকারী টিম পাঠিয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় ১৬০টির বেশি যান পাঠানো হয়েছে।

গত জুন থেকে চরম আবহাওয়ার মুখে পড়েছে চীন। সরকার এই আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে।