প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বন্যায় বিপর্যস্ত ইতালি, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৩ ১৭:০৯:৫৮ | আপডেট: ২ years আগে
বন্যায় বিপর্যস্ত ইতালি, নিহত ১৩

ইতালির উত্তরাঞ্চলীয় এমিলিয়া-রোমাগনা অঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া বিলিয়ন বিলিয়ন ইউরোর সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির আঞ্চলিক গভর্নর বৃহস্পতিবার এ তথ্য জানান। খবর বিবিসি ও রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে মুষলধারে বৃষ্টিতে দেশটির রোমাংগনার পূর্বাঞ্চলীয় অংশে ৩০০ এর বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। সেইসঙ্গে ২৩ নদী প্লাবিত হয়েছে এবং ৪০০ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ৪২টি পৌরসভা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। এমিলিয়া-রোমাগনার প্রেসিডেন্ট স্টিফানো বোনাচ্চিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা নতুন ভূমিকম্পের মুখোমুখি হয়েছি।’

অন্যদিকে রাভেন্না শহরের মেয়র বিবিসিকে বলেছেন, শতকের মধ্যে এটি ভয়াবহ দুর্যোগ। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে ৫ হাজারের বেশি ফার্ম পানির নিচে তলিয়ে গেছে।

বোনাচ্চিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে অনুমাণ করছি বন্যায় এক বিলিয়ন ইউরো সমপরিমাণ ক্ষতি হয়েছে। তাহলে চিন্তা করুন এটি কী পরিমাণে আরও বাড়তে পারে।’

বন্যা কবলিত এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘এখানে এর আগে এমন আমি জীবনে দেখিনি। আমরা এখানে আটকা পড়ে আছি এবং জানিনা কী করতে হবে। আমি শুধু আশা করছি এমন যেন আর না ঘটে।’