প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বন্যা-ভূমিধসে তানজানিয়ায় নিহত প্রায় অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩ ০৯:৫১:৫৯ | আপডেট: ১ year আগে
বন্যা-ভূমিধসে তানজানিয়ায় নিহত প্রায় অর্ধশত

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার ফলে ভূমিধস হয়েছে। এতে অন্তত ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ৮৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল রবিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

জেলা কমিশনার জানেথ মায়ানজা বলেছেন, ‘রাজধানী দোদোমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে কাটেশ শহরে ভারি বৃষ্টিপাত হয়েছে।’ আঞ্চলিক কমিশনার কুইন সেন্দিগা স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘রবিবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৮৫ জন।’  

কপ২৮ জলবায়ু সম্মেলনের জন্য বর্তমানে দুবাইতে অবস্থান করছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। তিনি হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সামিয়া বলেছেন, ‘সবাইকে উদ্ধার করতে সরকারি প্রচেষ্টা জোরদারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ 

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা এ ঘটনায় স্তব্ধ।’