প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বাইডেনকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে চান না মার্কিনিরা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২২ ১১:২২:২৫ | আপডেট: ২ years আগে
বাইডেনকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে চান না মার্কিনিরা

প্রেসিডেন্টের ক্ষমতার দুবছর না পেরোতেই ভাটা পড়েছে জো বাইডেনের জনপ্রিয়তায়। এখন মার্কিনিরা তাকে আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় দেখতে চান না।

সোমবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস-সিয়েনা কলেজের জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তা আছে মাত্র ৩৩ শতাংশ। কেবল যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরাই না, নিজ দলের মধ্যে বিরোধিতার মুখে পড়েছেন বাইডেন। যা মোটেও স্বাভাবিক নয়।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ২৬ শতাংশ ডেমোক্র্যাট চাচ্ছেন, জো বাইডেন পরবর্তী নির্বাচনে অংশ নিক। বাকি ৬৪ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক চান আগামী নির্বাচনে নতুন প্রার্থী। এতে করে ২০২০ সালের নির্বাচনের সমর্থনকারীদের গ্রহণযোগ্যতাও হারিয়েছেন বাইডেন।

৭৯ বছর বয়সী বাইডেন পরবর্তী নির্বাচনে জিতলে ২০২৫ সালে তার বয়স দাঁড়াবে ৮২ বছরে। সে বিবেচনায় শারীরিক ও কাজের দক্ষতা আশানুরূপ না হওয়ার শঙ্কা দলীয় কর্মী সমর্থকদের। তাই সক্ষম নতুন প্রার্থী দলের জন্য সুফল বয়ে আনবে বলে মত তাদের।