প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বাইডেনের সফরের আগেই ইসরায়েলের জন্য খুলে গেলো সৌদির আকাশ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২২ ১৩:১০:০৫ | আপডেট: ২ years আগে
বাইডেনের সফরের আগেই ইসরায়েলের জন্য খুলে গেলো সৌদির আকাশ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। এরই মধ্যে ইসরায়েল সফর করে তিনি এখন সৌদি আরবের পথে। আর এর মাঝেই ইসরায়েলের সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সৌদির এই ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। খবর রয়টার্সের।

শুক্রবার বাইডেন ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। তার আগেই সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দিলো।

সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় এত দিন দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারত না ইসরায়েল।

সৌদির বিমান কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে, উড্ডয়নে কর্তৃপক্ষের আবশ্যিক শর্তাবলি পূরণ করে—এমন সব উড়োজাহাজের জন্য সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন এই সিদ্ধান্তের প্রশংসা করে এক বিবৃতিতে জানিয়েছেন, এই সিদ্ধান্ত সৌদি আরবের সঙ্গে অনেক মাস ধরে প্রেসিডেন্টের অবিচল ও নীতিগত কূটনীতির ফল, যা আজ তার সফরে চূড়ান্ত পরিণতি পেল।