যুক্তরাষ্ট্রের কলারাডো অঙ্গরাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে হামলা চালিয়ে বান্ধবীসহ ছয়জনকে হত্যার পর আত্মহত্যা করেছেন হামলাকারী।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, রোববার প্রথম প্রহরে রাজ্যটির কলারাডো স্প্রিংস এলাকায় এ ঘটনা ঘটে। সেখানকার একটি জন্মদিনের অনুষ্ঠানে হঠাৎ হামলা চালান ওই ব্যক্তি। এতে হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনার সময় শিশুরাও সেখানে উপস্থিত ছিল। তবে ওই হামলাকারী তাদের দিকে গুলি চালায়নি বলে জানা গেছে।
এক বিবৃতিতে কলোরাডো স্প্রিংস পুলিশ বিভাগ বলেছে, নিহতদের মধ্যে একজন ছিলেন, যিনি ওই হামলাকারীর বান্ধবী। তাদের মধ্যে কোনো বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
রাজ্যপুলিশ আরও জানায়, সংঘর্ষের পর পরই ঘটনাস্থলে যান তারা। এ সময় ছয়জনকে মৃত অবস্থায় দেখতে পান তারা। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পরে সেও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানায় পুলিশ।