ফ্রান্সে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। এ ঘটনায় দেশজুড়ে অন্তত ৮০ জনকে আটক করেছে দেশটির পুলিশ। খবর বিবিসির।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশজুড়ে রাস্তায় নামেন ১০ লাখের বেশি মানুষ। শুধু রাজধানী প্যারিসে জড়ো হন প্রায় ১ লাখ ১৯ হাজার মানুষ। বিক্ষোভকারীরা বোর্দো টাউন হলে আগুন জ্বালিয়েও দিয়েছেন। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
দেশটির পুলিশ রাজধানীতে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এ ছাড়া দেশজুড়ে অন্তত ৮০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বিবিসি বলছে, সরকারি কর্মীদের অবসরে যাওয়ার বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ করার নীতিমালা কার্যকর করায় এই আন্দোলন শুরু হয়। আর এ নিয়েই প্রতিবাদে উত্তাল দেশটি।
ফ্রান্সের শ্রমিক-কর্মচারীদের ইউনিয়নগুলো আগামী মঙ্গলবার ফের বিক্ষোভের ডাক দিয়েছে। ওই দিন দেশটিতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সফরের কথা আছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে এর আগে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হলেও গতকাল পুলিশের সঙ্গে মাস্ক পরিহিত দাঙ্গাকারীদের সংঘর্ষ বেধেছে। এতে এক পুলিশ জ্ঞান হারিয়েছেন। পুলিশকে লক্ষ্য করে সেখানে আগুন ও বিভিন্ন বস্তু ছোড়া হয়। তাদের হটাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
এএফপি বলছে, শুধু প্যারিসেই অন্তত ৩৩ জনকে গ্রপ্তার করেছে পুলিশ।