বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রিয়াসুস বলেছেন; কোভিড মহামারির অত্যন্ত বিপজ্জনক সময় পার করছে বিশ্ব। বিশ্বের ৯৮টি দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।
শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এই বার্তা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
তিনি বলেন, এই ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম পাওয়া যায় ভারতে। এরপর থেকে অন্যান্য অনেক দেশে ছড়িয়ে করোনা একটি অতি সংক্রামক ধরণ হয়ে উঠেছে।
ডব্লিউএইচও প্রধান বলেন: ইতোমধ্যে আমরা বিশ্ব নেতাদের প্রতি আগামী বছরের মধ্যে তাদের দেশের ৭০ শতাংশ মানুষকে টিকাদান নিশ্চিতের আহবান জানিয়েছি। এরই মধ্যে তিন বিলিয়ন ডোজ টিকা বিতরণ হয়েছে। কিছু প্রভাবশালী রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার ফলেই টিকা বন্টন নিশ্চিত হয়েছে।
জাতিসংঘের হিসাবে মতে, সারা বিশ্বের জন্য ১১ বিলিয়ন ডোজ টিকা প্রয়োজন।
ডব্লিউএইচও প্রধান আরও বলেন: কোভিড-১৯ এর নতুন ধরণ থেকে বাচঁতে মূলত দুইটি উপায় রয়েছে।
এর মধ্যে একটি হলো- নজরদারি বাড়ানো, পরীক্ষা, প্রাথমিক শনাক্তকরণ, আইসোলেশন, ক্লিনিক্যাল কেয়ার চালাতে হবে। পাশাপাশি মাস্ক নিশ্চিত করা, সামাজিক দূরত্ব, জনসমাগম এড়িয়ে চলা, ঘর থেকে বের না হওয়া।
অপর পদ্ধতি হলো- বিশ্বব্যাপী অক্সিজেন, পরীক্ষা, চিকিৎসা ও ভ্যাকসিন বিনিময়।