প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো ৪৯ কোটি

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২২ ০৯:৩৩:৫৬ | আপডেট: ২ years আগে
বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো ৪৯ কোটি

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩১ হাজার ৯৬৬ জন। নতুন শনাক্ত নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ কোটি ১ লাখ ৮ হাজার ৬৮১ জন।

একই সময় মারা গেছেন আরও ৩ হাজার ৭৪৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৭১ হাজার ৪২৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪২ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৭৮ জন।

শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৪ লাখ ৪১ হাজার ৩৫১ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৯০ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।