বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৫১ লাখ ছাড়াল।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬২৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৫৪ হাজার ৫৭২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ১৬৮ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬২ হাজার ৩৪৩ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪২ লাখ ৫৩ হাজার ৪৬৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৩৭ জনে।