বিশ্বব্যাপী বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও ৬ হাজার ৮৩৪ জন।
এ সময় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ২৫২ জন এবং একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৫ হাজার ১০৩ জন।
মঙ্গলবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৮ লাখ ২৭ হাজার ৭৩৭ জন এবং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭ কোটি ৭০ লাখ ৩০ হাজার ৬৮৭ জন।
এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ১২ লাখ ১২ হাজার ৫২১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ২০২০ সালের ৯ জানুয়ারি দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে থাইল্যান্ডে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে ফিলিপাইনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।